
খাজা রাশেদ::লালমনিরহাট :
চুরি,ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ। দুই দিনব্যাপী পরিচালিত সাঁড়াশি অভিযানে মাদকসেবী, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানা সূত্রে জানা গেছে,রবিবার (৩০ জুন) ও সোমবার (১ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে ৮ জন চুরি মামলার আসামি, ২ জন আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক,১ জন নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং ৮ জন মাদকসেবীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবীদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, “অপরাধী যতই চতুরই হোক,পুলিশের নজর এড়ানো অসম্ভব। আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের অভিযান চলমান রয়েছে এবং থাকবে” ।