, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফসলি জমি বালু ভরাটের মাধ্যমে জবরদখলের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা এবং রাস্তার পাশে সরকারী ভাবে লাগানো গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।

 

আজ ১লা জুলাই (মঙ্গলবার) সরজমিনে গেলে জমির মালিক আঃ লতিফ ভুইয়া (৭০) সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন এই অভিযোগ করেন। এসময় লতিফ ভুঁইয়ার ছেলে শ্যামল ভুইয়া বক্তব্যে বলেন, ‘কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নাওয়ানের মোড় সংলগ্ন সিয়াম এগ্রো লিঃ এর পূর্ব পার্শে বিগত ১৭/১২/১৯৮৬ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল নং ৮৯১৩ মুলে বাছেদ ভুইয়া এবং মোছাঃ রাহেলা খাতুন আমার বাবা আঃ লতিফ ভুইয়ার নিকট থেকে ক্রয় করে দখল ভোগদখলরত আছে।

 

ক্রয় সূত্রে প্রাপ্ত জমি, আমরা অদ্যাবধি আমার বাবা আঃ লতিফ ভুইয়া উক্ত সম্পত্তি এলাকার সকলের জ্ঞাতসারে ধান ও পাট চাষ করিয়া মালিক ও ভোগ দখলে নিয়ত থাকিয়া বিগত ১৫/০৫/২০১১ইং তারিখে নামজারী জমাভাগ নথি নং ১১১৯/২০১০-২০১১ জোত নং ২১৮৬ মুলে শতাংশ সম্পত্তি সরকারি খাজনাদী পরিশোধ করিয়া এলাকার সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে নিয়ত আছেন।

 

সম্প্রতি কালীগঞ্জ উপজেলার ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) এবং মোঃ খোরশেদ ভুইয়া (৪২) সহ আরও অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়া দা, লাঠি, ধারালো দেশীয় অস্ত্র নিয়া আমাদের ফসলি জমি জবর দখল করে এবং বালু ভরাট করে। মেগারানী নামে এক গৃহবধূ বলেন আঃ লতিফ ভুইয়া এই জমি ৪০বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আছেন। মোক্তার হোসেন নামে একজন বলেন উক্ত জমি ১৯৮৬ সালে ক্রয় করে ভোগ দখলরত অবস্থায় ছিল। আকলিমা নামে একজন জৈনিক মহিলা বলেন আমার জমির পাশের জমি লতিফ ভাই ক্রয় করে ভোগদখলে আছে।

 

অভিযোগ সম্পর্কে জানতে ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

ফসলি জমি বালু ভরাটের মাধ্যমে জবরদখলের অভিযোগ

প্রকাশের সময় : ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা এবং রাস্তার পাশে সরকারী ভাবে লাগানো গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।

 

আজ ১লা জুলাই (মঙ্গলবার) সরজমিনে গেলে জমির মালিক আঃ লতিফ ভুইয়া (৭০) সহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন এই অভিযোগ করেন। এসময় লতিফ ভুঁইয়ার ছেলে শ্যামল ভুইয়া বক্তব্যে বলেন, ‘কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নাওয়ানের মোড় সংলগ্ন সিয়াম এগ্রো লিঃ এর পূর্ব পার্শে বিগত ১৭/১২/১৯৮৬ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল নং ৮৯১৩ মুলে বাছেদ ভুইয়া এবং মোছাঃ রাহেলা খাতুন আমার বাবা আঃ লতিফ ভুইয়ার নিকট থেকে ক্রয় করে দখল ভোগদখলরত আছে।

 

ক্রয় সূত্রে প্রাপ্ত জমি, আমরা অদ্যাবধি আমার বাবা আঃ লতিফ ভুইয়া উক্ত সম্পত্তি এলাকার সকলের জ্ঞাতসারে ধান ও পাট চাষ করিয়া মালিক ও ভোগ দখলে নিয়ত থাকিয়া বিগত ১৫/০৫/২০১১ইং তারিখে নামজারী জমাভাগ নথি নং ১১১৯/২০১০-২০১১ জোত নং ২১৮৬ মুলে শতাংশ সম্পত্তি সরকারি খাজনাদী পরিশোধ করিয়া এলাকার সকলের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে নিয়ত আছেন।

 

সম্প্রতি কালীগঞ্জ উপজেলার ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) এবং মোঃ খোরশেদ ভুইয়া (৪২) সহ আরও অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়া দা, লাঠি, ধারালো দেশীয় অস্ত্র নিয়া আমাদের ফসলি জমি জবর দখল করে এবং বালু ভরাট করে। মেগারানী নামে এক গৃহবধূ বলেন আঃ লতিফ ভুইয়া এই জমি ৪০বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আছেন। মোক্তার হোসেন নামে একজন বলেন উক্ত জমি ১৯৮৬ সালে ক্রয় করে ভোগ দখলরত অবস্থায় ছিল। আকলিমা নামে একজন জৈনিক মহিলা বলেন আমার জমির পাশের জমি লতিফ ভাই ক্রয় করে ভোগদখলে আছে।

 

অভিযোগ সম্পর্কে জানতে ফুলদী এলাকার মোহাম্মদ আলী ভুইয়া দুই ছেলে মোঃ আল মামুন ভুইয়া(৪৫) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব।