বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া শেরপুরে পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি কমসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০২ই জুলাই ) দুপুরে শেরপুর শহরের হাজিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম মাহবুবার রহমান হারেজ প্রমুখ।