
বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৪ই জুলাই) রাত ৯টার দিকে গোহাইল ইউনিয়নের পালাহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার গছাই গ্রামের মৃত অজিবর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান (৪২), ও মৃত দিলবর রহমানের মানিক (৩২)।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পালাহার গ্রামস্থ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশিতে সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ পিস এবং মানিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। ২০২৩ সালের ১৫ জুন শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়, যা এখনো চলমান।
আটকৃতদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৫ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”