৩ আগস্ট বিচার সংস্থার নতুন সংবিধান এবং দেশ গঠনের ইশতেহার ঘোষণা হবে- জয়পুরহাটে এনসিপি'র নাহিদ ইসলাম
১ জুলাই হতে দেশ গঠনে জুলাই পদযাত্র শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র
পদযাত্রার পঞ্চম দিন জয়পুরহাটে সংক্ষিপ্ত পথসভা তিনি এসব কথা বলেন,
আজ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৪ টায় জয়পুরহাট উপজেলা পরিষদ চত্বর হতে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।
পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামসহ অনেকেই।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের,আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
শুধু ক্ষমতার পরিবর্তণ নয়, শুধু দেশের পরিবর্তন নয় মাফিয়া দুর্নীতিবাজদের পরিবর্তন করতে হবে।
আমরা গত এক বছরে সে সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি।
আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়া সিস্টেম দেখি।
৩ই আগস্ট যেভাবে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবছর ৩ আগস্ট একইভাবে বিচার সংস্থার নতুন সংবিধান এবং দেশ গঠনের ইশতেহার ঘোষণা হবে নিশ্চিতভাবে সে ইশতেহারে জয়পুরহাট বাসীর ভবিষ্যৎ মূর্তির কথাও থাকবে।