
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় হাতীবান্ধা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
হাসেম তালুকদার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সানিয়াজান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে হাসেম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।