ডা.জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর আরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার আরিয়া ইউনিয়ন মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৬ই জুলাই ) আরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানিকদিপা দারুস সু্ন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোঃ এনামুল হক শাহীন ভাই সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এনামুল হক শাহীন ভাই জানান, দলের সর্বোচ্চ নেতৃত্বের মানবিক ও পরিবেশ-সচেতন দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।