
বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আরেফিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে থেকে জানা যায়, গ্রেফতারকৃত আরেফিন দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীন ও সন্ত্রাসী নুরুজ্জামানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, আরেফিন তাদের সঙ্গে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।