
পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ হিসেবে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ বৃহস্পতিবার (১০ই জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ইউকালিপ্টাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও নিধন কার্যক্রম পরিচালনা করেন। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ইউকালিপ্টাস গাছ দ্রুত বৃদ্ধি পেলেও এটি ভূগর্ভস্থ পানি শুষে নেয় এবং আশপাশের জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সুলতানা ফেরদৌসী,
মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।