, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি, থানায় এজাহার দায়ের


‎লালমনিরহাট প্রতিনিধি::

 

লালমনিরহাটে চাঁদা না দিতে অস্বীকৃতি জানানোয় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। এবিষয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।

‎এজাহার ও ভুক্তভোগী থেকে জানা যায়, সদর উপজেলার হারাটী ইউনিয়নের আটবিল গ্রামের কুমার রায়ের ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার রায় (৩৬), সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন “ভাই ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার” নামে একটি দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল মেকানিকের কাজ করে আসছেন।

‎এরই মাঝে,বিভিন্ন সময়ে অভিযুক্ত সাপ্টিবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামুটারী এলাকার মৃত রফিকুল ইসলাম পুটুর ছেলে, মোঃ শাহানশাহ সরকার সাজু (৩৮) প্রায় সময় গৌরাঙ্গের দোকানে বলে, এখানে ব্যবসা করতে হলে সাজুকে ১০,০০০/- টাকা চাঁদা দিতে হবে। তা নাহলে গৌরাঙ্গকে শান্তিতে ব্যবসা করতে দিবে না। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত সাজু বিভিন্ন সময়ে ওই মোটর মেকানিক এর দোকানে গিয়ে  চাঁদার টাকা দাবী করে।

ভুক্তভোগী মোটর মেকানিক গৌরাঙ্গ বলেন, আমি তার দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত সাজু আমাকে দোকানে আসিতে দিবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিন গত ০৯/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক  সারে ১২ টার দিকে আমি বাজারের লোকজনের কাছে বাকীর পাওনা টাকা উত্তোলন করার জন্য দোকান থেকে বের হয়ে সাপ্টিবাড়ী বাজারাস্থ গিলাবাড়ী মোড় সংলগ্ন “ছ” মিল (করাত কল) এর সামনে গেলে অভিযুক্ত সাজু আমাকে কৌশলে “ছ” মিলের ভিতরে ডেকে নেয়। “ছ” মিল এর ভিতরে পূর্ব থেকে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সঙ্গী ছিল সাজুর সাথে।

এরপর অভিযুক্ত মোঃ শাহানশাহ সরকার সাজু অজ্ঞাতনামা ৩/৪ জন সহ আমার কাছ হইতে নগদ ১০,০০০/- টাকা চাঁদা দাবী করে। আমি তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামী মোঃ শাহানশাহ সরকার সাজুর হাতে থাকা ধারালো ছোড়া আমার গলায় ধরিয়া আমাকে মৃত্যুর ভয়ভীতি দেখায়।

 

আমি প্রাণ রক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন সহ ঘটনার সাক্ষী- মোঃ ফরহাদ মিয়া (৩৪), পিতা- মোঃ আঃ রশিদ, সাং- সাপ্টিবাড়ী গিলাবাড়ী, মোঃ সহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত আবদার আলী, সাং- সাপ্টিবাড়ী খালুয়াটারী ০৯ নং ওয়ার্ড, উভয় থানা- আদিতমারী, মোঃ রমজান আলী (২৭), পিতা- জাহাঙ্গীর, সাং- বামনটারী ০২ নং ওয়ার্ড, ইউপি- হারাটী, থানা- লালমনিরহাট সদর, সর্ব জেলা- লালমনিরহাট গণ আগাইয়া আসিলে আসামী মোঃ শাহানশাহ সরকার সাজুর ব্যবহৃত একটি রেজিঃ বিহীন কালো রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল ও মোটর সাইকেলের ব্যাগ হুকে থাকা একটি শপিং ব্যাগ সহ ঘটনাস্থলে রাখিয়া পালিয়ে যায়।

 

পরবর্তীতে উপস্থিত লোকজন ১নং অভিযুক্তের রেখে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে ইউপি সদস্য মোঃ আঃ খালেক মিয়া ও গ্রাম পুলিশ মোঃ আজিজুল ইসলামের মাধ্যমে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদে রাখেন।

পরে,বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে পরিবারের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে থানায় গিয়ে এজাহার দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত শাহানশাহ সরকার সাজু’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয় টা আসলে তেমন কিছু না। আমাকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে।

আর আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি আলী আকবর এবিষয়ে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি, থানায় এজাহার দায়ের

প্রকাশের সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


‎লালমনিরহাট প্রতিনিধি::

 

লালমনিরহাটে চাঁদা না দিতে অস্বীকৃতি জানানোয় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। এবিষয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।

‎এজাহার ও ভুক্তভোগী থেকে জানা যায়, সদর উপজেলার হারাটী ইউনিয়নের আটবিল গ্রামের কুমার রায়ের ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার রায় (৩৬), সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন “ভাই ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার” নামে একটি দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল মেকানিকের কাজ করে আসছেন।

‎এরই মাঝে,বিভিন্ন সময়ে অভিযুক্ত সাপ্টিবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামুটারী এলাকার মৃত রফিকুল ইসলাম পুটুর ছেলে, মোঃ শাহানশাহ সরকার সাজু (৩৮) প্রায় সময় গৌরাঙ্গের দোকানে বলে, এখানে ব্যবসা করতে হলে সাজুকে ১০,০০০/- টাকা চাঁদা দিতে হবে। তা নাহলে গৌরাঙ্গকে শান্তিতে ব্যবসা করতে দিবে না। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত সাজু বিভিন্ন সময়ে ওই মোটর মেকানিক এর দোকানে গিয়ে  চাঁদার টাকা দাবী করে।

ভুক্তভোগী মোটর মেকানিক গৌরাঙ্গ বলেন, আমি তার দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত সাজু আমাকে দোকানে আসিতে দিবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিন গত ০৯/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক  সারে ১২ টার দিকে আমি বাজারের লোকজনের কাছে বাকীর পাওনা টাকা উত্তোলন করার জন্য দোকান থেকে বের হয়ে সাপ্টিবাড়ী বাজারাস্থ গিলাবাড়ী মোড় সংলগ্ন “ছ” মিল (করাত কল) এর সামনে গেলে অভিযুক্ত সাজু আমাকে কৌশলে “ছ” মিলের ভিতরে ডেকে নেয়। “ছ” মিল এর ভিতরে পূর্ব থেকে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সঙ্গী ছিল সাজুর সাথে।

এরপর অভিযুক্ত মোঃ শাহানশাহ সরকার সাজু অজ্ঞাতনামা ৩/৪ জন সহ আমার কাছ হইতে নগদ ১০,০০০/- টাকা চাঁদা দাবী করে। আমি তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামী মোঃ শাহানশাহ সরকার সাজুর হাতে থাকা ধারালো ছোড়া আমার গলায় ধরিয়া আমাকে মৃত্যুর ভয়ভীতি দেখায়।

 

আমি প্রাণ রক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন সহ ঘটনার সাক্ষী- মোঃ ফরহাদ মিয়া (৩৪), পিতা- মোঃ আঃ রশিদ, সাং- সাপ্টিবাড়ী গিলাবাড়ী, মোঃ সহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত আবদার আলী, সাং- সাপ্টিবাড়ী খালুয়াটারী ০৯ নং ওয়ার্ড, উভয় থানা- আদিতমারী, মোঃ রমজান আলী (২৭), পিতা- জাহাঙ্গীর, সাং- বামনটারী ০২ নং ওয়ার্ড, ইউপি- হারাটী, থানা- লালমনিরহাট সদর, সর্ব জেলা- লালমনিরহাট গণ আগাইয়া আসিলে আসামী মোঃ শাহানশাহ সরকার সাজুর ব্যবহৃত একটি রেজিঃ বিহীন কালো রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল ও মোটর সাইকেলের ব্যাগ হুকে থাকা একটি শপিং ব্যাগ সহ ঘটনাস্থলে রাখিয়া পালিয়ে যায়।

 

পরবর্তীতে উপস্থিত লোকজন ১নং অভিযুক্তের রেখে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে ইউপি সদস্য মোঃ আঃ খালেক মিয়া ও গ্রাম পুলিশ মোঃ আজিজুল ইসলামের মাধ্যমে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদে রাখেন।

পরে,বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে পরিবারের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে থানায় গিয়ে এজাহার দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত শাহানশাহ সরকার সাজু’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয় টা আসলে তেমন কিছু না। আমাকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে।

আর আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি আলী আকবর এবিষয়ে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।