নীলফামারীর ডোমারে সারাদেশে চাঁদাবাজি ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বর্হিভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে ছাত্র জনতা ।
১২ জুলাই ( শনিবার) দুপুরে ডোমার রেলগেটে ছাত্র জনতার ব্যানারে , নবজাগরণ ডোমার ও হৃদয়ে ডোমার সহযোগিতায় এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন ।
এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ তার বক্তব্যে বলেন, পুরান ঢাকার সোহাগ নামের এক ব্যবসায়ীর হত্যাকান্ডের ভিডিও যদি সামাজিক যোগাযোগে প্রকাশ না হতো , তাহলে আমরা কেউ জানতে পারলাম না।
তিনি আরো বলেন, অন্তবর্তী সরকার কে আইনি পদক্ষেপ আরো বৃদ্ধি করে কঠোর হতে । মানববন্ধনে বক্তারা জানান,আইয়ামে জাহেলিয়া যুগ কেও হার মানিয়েছে । আমরা আর কোন এরকম হত্যা দেখতে চাই না।