বগুড়ার ধুনটে জিয়াউল হক নামে এক সেচ্ছাসেবকদল নেতা সাম্প্রতিক সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কর্মকাণ্ডে অস্বস্তিবোধ করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের আসাদুল হকের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ২২ নম্বর সদস্য।
গত শুক্রবার ১১ই জুলাই মালয়েশিয়া থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি। ফেসবুক পোষ্টে জিয়াউল হক জানানো আমি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। আজ থেকে আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হতে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
দীর্ঘদিন আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দলের সঙ্গে থেকে কাজ করেছি। কিন্তু সময়ের সাথে আমার ব্যক্তিগত আদর্শ ও চিন্তাধারায় পরিবর্তন এসেছে। বর্তমান অবাস্তবতায়, আমি আর এই দলের রাজনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না।
কোনো চাপ বা প্ররোচনা নয়-সম্পূর্ণ নিজের সিন্ধান্তে আমি বিএনপির সকল দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।