বগুড়ার শাজাহানপুরে রাজনৈতিক মামলায় এজাহারভুক্ত দুইজন ইব্রাহিম সরদার (৬০) ও আব্দুল গফুর সাজু (৬২) নামে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (১১ই জুলাই) রাত্রি সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার গোহাইল বাজারর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও শালিখা পশ্চিমপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে ইব্রাহিম সরদার ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও শালিখা মসজিদপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিন এর ছেলে আব্দুল গফুর সাজু।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতাকে শনিবার (১২ই জুলাই) সকালে থানা থেকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।