, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লালমনিরহাটে ছাত্রদলের বিক্ষোভ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি: 
সারাদেশে সংগঠিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৫টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়। ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘জামাত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এমন স্লোগানে বিক্ষোভকারীরা রাজপথ মুখর করে তোলে।
পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান। নেতৃবৃন্দ বলেন, “দেশে পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”
পথসভা থেকে অবিলম্বে এসব অপশক্তিকে দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লালমনিরহাটে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি: 
সারাদেশে সংগঠিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৫টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়। ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘জামাত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এমন স্লোগানে বিক্ষোভকারীরা রাজপথ মুখর করে তোলে।
পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান। নেতৃবৃন্দ বলেন, “দেশে পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”
পথসভা থেকে অবিলম্বে এসব অপশক্তিকে দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।