খাজা রাশেদ,লালমনিরহাট :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা,নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে,শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে, বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন-অর-রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন,সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ হয়েছে,এই সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, তবে দেশের গণতন্ত্র ও নিরাপত্তা কোন জায়গায় দাঁড়াবে? তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।