
খাজা রাশেদ,লালমনিরহাট :
লালমনিরহাটে এমএক্সএন এর মর্ডান হারবাল ফুড লিমিটেডের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০.০১ মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এমএক্সএন এর মর্ডান হারবাল ফুড লিঃ পোগ্রাম কো-অর্ডিনেটর (লালমনিরহাট) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম সিপিএস মোঃ নিয়ামুল বাশার (স্যার)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিএস মোঃ খালেদ আখতার, সিপিএস মোজাহিদুর রহমান ও সিপিএস আবু বক্কর সিদ্দিক, পোগ্রাম কো-অর্ডিনেটর (লালমনিরহাট) মোঃ আতিকুল ইসলাম প্রমূখ। আলোচনায় বক্তৃরা দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হারবাল (কেমিক্যাল মুক্ত) পোডাক্ট ব্যবহারের উপর সচেতনতা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এছাড়াও,হারবাল পণ্য ব্যবহারের পাশাপাশি অর্থনৈতিক ভাবে সামলম্বী হতে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন উপস্থিত প্রধান অতিথি সহ অনন্য বক্তৃরা।
সেমিনারে এমএক্সএন এর মর্ডান হারবাল ফুড লিমিটেড লালমনিরহাটের সকল কর্মীবৃন্দগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,মর্ডান হারবাল গ্রুপে রয়েছে নিজস্ব বাগান থেকে উৎপাদিত প্রায় ৪০০ টি পণ্য। এই পণ্যগুলোর রয়েছে- (বিএসটিআই,আইএসও,জিএমপি,হ্যাচাপ সার্টিফিকেট ) যা একজন ভোক্তা দিন-রাত ২৪ ঘন্টা এই পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে ১শতভাগ সুস্থ থাকতে পারবেন।