বগুড়ার মহাস্থানে গলায় ফাঁস দিয়ে স্বামী পরিত্যক্তা লাবনী আক্তার (৩০) নামে এক যুবতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান বানারশি গ্রামের সিএনজি চালক জাকারিয়া সরকারের মেয়ে লাবনী আক্তার।
গত ৩ মাস পূর্বে লাবনীর বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমান স্বামী পরিত্যক্তা লাবনী সে বাবার বাড়িতেই বসবাস করে। নিহতের বাবা জাকারিয়া বলেন, আমার মেয়ে একজন মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত। যে কারনে নিয়মনীতি ভাবে খাবারও ঠিক মত খায় না।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ই জুলাই) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭টার দিকে আমার স্ত্রী হেলেনা বেগম লাবনীর শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে টিনসেড ঘরের জানালা দিয়ে দেখতে পান তীরের সহিত গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলিয়ে আছে।
বিষয়টি দেখে চিৎকার দিলে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত মৃত্যু নিশ্চিত দেখতে পান৷ পরে শিবগঞ্জ থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করে গড়-মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আছালতজ্জামান তিনি বলেন, যতদুর জেনেছি মেয়েটি মানসিক বিকারগ্রস্ত। তার আত্মহত্যার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। এজন্য ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন ও গ্রামবাসী লাশ দাফনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেন। লাবনীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।