, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বগুড়া ধুনটের একই পরিবারের ৩জনসহ মৃত্যু ৫

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা বাবা ও সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ই জুলাই) দুপুরে গাজিপুর জেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭), সন্তান আবু হুরাইরা (১৪) বলে নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ। অপর ২ জনের মধ্যে একজন অন্য যাত্রী ও সিএনজি চালক।

 

জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজিপুর এলাকায় পোষাক কারখানায় চাকুরি করে আসছে। তার বাবা ছাবেদ আলী অসুস্থ  হওয়ায় ঘটনার দিন জাহিদুল তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসতে ছিলেন।  পথিমধ্যে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একই পরিবারের ২জন পরে আরো ৩জন মারা যায়।

 

কালিয়াকৈর থানার ওসি জানান, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চালকসহ নিহত ৫ জনের মধ্যে ৩ জন ধুনটের একই পরিবারের সদস্য।

জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় বগুড়া ধুনটের একই পরিবারের ৩জনসহ মৃত্যু ৫

প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা বাবা ও সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ই জুলাই) দুপুরে গাজিপুর জেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭), সন্তান আবু হুরাইরা (১৪) বলে নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ। অপর ২ জনের মধ্যে একজন অন্য যাত্রী ও সিএনজি চালক।

 

জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজিপুর এলাকায় পোষাক কারখানায় চাকুরি করে আসছে। তার বাবা ছাবেদ আলী অসুস্থ  হওয়ায় ঘটনার দিন জাহিদুল তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসতে ছিলেন।  পথিমধ্যে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একই পরিবারের ২জন পরে আরো ৩জন মারা যায়।

 

কালিয়াকৈর থানার ওসি জানান, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চালকসহ নিহত ৫ জনের মধ্যে ৩ জন ধুনটের একই পরিবারের সদস্য।