
নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ১৮বছর যাবৎ এই যুব সংগঠনটি বরিশাল জেলার সকল উপজেলায় প্রতি বছর ধারাবাহিকভাবে গণিত উৎসব সহ শিশু ও যুবদের দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৫০জন কিশোর-কিশোরীর অংশগ্রহনে গৌরনদী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত গণিত উৎসবের সমাপনী পর্বে সনদ বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজিব হোসেন সহকারী কমিশনার, ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা। সভায় সভাপতিত্ব করেন শালিণ্য কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য শ্রী সুভাষ চন্দ্র পাল। উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নাফিজা আক্তার।এ সময় অতিথিবৃন্দ বলেন এই আয়োজনের মাধ্যমে শিশুরা বুদ্ধিভিত্তিক গণিতের চর্চা ও প্রাত্যহিক জীবনে গণিতের ব্যবহার সম্পর্কে ধারনা লাভ করেছে ভবিষ্যৎ এই আয়োজন বৃহৎ পরিসরে করার পাশাপাশি স্কুল পর্যায়ে গণিতের ভীতি দূর করতে এই আয়োজন অনেকটা কার্যকর ভূমিকা রাখবে।শালিণ্য সংগঠনের সম্পাদক জানান, ২০০৮ সাল থেকে শুরু করে পিছিয়ে পরা জনগোষ্ঠী বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিশুদের মেধা বিকাশে সহায়ক কর্মসূচি হিসেবে শালিণ্য প্রতি বছর গণিত উৎসব আয়োজন করে এবং সহস্রাধিক শিশু এই আয়োজনের মাধ্যমে গণিত চর্চায় উৎসাহিত হবার পাশাপাশি সনদ পত্র পেয়ে স্মৃতি সংরক্ষণের সুযোগও পাচ্ছে, শালিণ্য স্বপ্ন দেখে এই শিশুরাই একদিন গণিতের চর্চা করে স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হবে।