নিজস্ব প্রতিনিধিঃ
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গত ১৫ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার চরচিলগাছা,চিলগাগাছা,বাহুকাসহ তিনটি গ্রামে আকস্মিক ২/৩ মিনিটের ঘুর্ণিঝড় হয় তাতে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়।আজ ২০ জুলাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান ৬২ সিরাজগঞ্জ- ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাএদল নেতা কাজিপুরের মেঘাই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার আরিফ তালুকদার ও সাবেক ছাএদল নেতা,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও ৬২ সিরাজগঞ্জ - ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান রানা।আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু,ভুট্টো তালুকদার, শাফী আবুল কালাম, নজরুল ইসলাম, রাজুসহ জেলা ও কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।মোট ৩৫ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ইঞ্জিনিয়ার আরিফ তালুকদার বলেন,এত ক্ষতি হয়েছে যে তা বলার ভাষা আমার জানা নাই।আমরা যা পারছি তাই নিয়ে আপনাদের দাঁড়িয়েছি।তিনি আরও বলেন আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তাঁরা আপনাদের পাশে থাকবেন।আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে অবগত করবো।নাজমুল হাসান রানা বলেন আমি আপনাদের সন্তান আমি আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।