জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিচিন্তা বাজারে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিশাল পথসভা ও বিক্ষোভ মিশিল অনুষ্ঠিত । শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে বড়তারা ইউনিয়নের মাটিরঘর বাজার, হোপীরহাট, পাঠানপাড়া বাজার, গণমঙ্গল বাজার হয়ে নিচিন্তা বাজারে এসে শেষ হয়। এরপর নিচিন্তা বাজারে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম চৌধুরী (খুশি)। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।
" তিনি আরও বলেন, "আগামী নির্বাচন নিয়ে একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়াতে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রও চলছে, তবে জনগণ সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। এছাড়া উক্ত পথসভায় ইউনিয়ন বিএনপির নেতা কর্মি বক্তব্য প্রদান করে।