
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে ও আহতদের সুস্বাস্থ্য কামনায় ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান কামরান।
২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহত ও আহতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, মিজানুর রহমান টারজান, রাশেদুল ইসলাস রাশেদ, আতাউর রহমান, জোবায়ের, আশ্রাফুল ইসলাম, এরশাদ আলম, রাকিবুল ইসলাম হেদা, রুমান, উপজেলা ছাত্রদলের ছাত্র নেতা অপুর্ব, হৃদয়, আনন্দ, শাওন, ফেরদৌস, মাহির ইসলাম অরণ্য, শাহীন, সদর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, নলকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ, হাতিবান্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাবেক ছাত্রনেতা এরশাদ মোল্লা, যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা এখলাস আহমেদ ও প্রমুখ।
এসময় ঝিনাইগাতী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জুলাই-আগস্টের শহীদের স্মরণে ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।