
ফুলপুরে গণঅভ্যুত্থানে শহীদ সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ জুলাই রবিবার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিরকান্দা গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, স্বরণসভা ও সমাধিতে পুষ্পস্তবক করা হয়।
বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, নিহতের ছোট ভাই হাফিজুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, মোশারফ হোসেন, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান, জেলা যুবদল নেতা শাজাহান সিরাজ, জেলা (উঃ) ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদেকুর রহমান, হিয়ন কবির মন্ডল, আনহাফ আসিফসহ বিভিন্ন রাজনৈতিক দল, আলেম উলামা ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সহ সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ ও জেলা (উঃ) যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ। গত বছরের এই দিনে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।