
বগুড়ার ধুনট উপজেলার তিনটি ইউনিয়নের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ই জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসায় এলাঙ্গী ইউনিয়ন, মথুরাপুর ইউনিয়ন ও নিমগাছী ইউনিয়নের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ এর ধুনট উপজেলা (শাখা)’র সভাপতি মোঃ রুহুল আমিন মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
সাধারন সম্পাদক আঃ সাত্তার জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন. আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুন।
আরো বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃৃতি সংসদের শেরপুর উপজেলা সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, শেরপুর পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুইটি আক্তার মিষ্টি, ধুনট উপজেলা সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি ছবি খাতুনসহ ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর নেতা কর্মী উপস্থিত ছিলেন।