
খাজা রাশেদ, লালমনিরহাট::
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শ্লোগান নিয়ে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা জানান, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করে চলেছে। কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৫/০৭/২০২৫ ইং তারিখের নিবার্হী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ তারিখ ১৭/০৭/২০২৫ -এ প্রকাশিত পত্রের মাধ্যমে জানানো হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদানই নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা বলে মনে করেন সবাই। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে, তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে বলে মনে করছেন অনেক শিক্ষক ও অভিভাবকগণ।
মানববন্ধনে শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হবে, যার দায়-দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বৈষম্যবিরোধী সরকার। সেই সরকারের আমলে কোমলমতি শিক্ষার্থীরা আবার বৈষম্যের শিকার হবে এটি অপ্রত্যাশিত।
একটি চলমান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা যেখানে সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসমূহের শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ ছিল যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর ফলে কিন্ডারগার্টেন ও বহু বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওই পত্রটিকে প্রত্যাখান করেন এবং প্রত্যাহারের দাবি জানান।
আগের নীতিমালা অনুযায়ী প্রাথমিকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা সম্পন্ন করার নিদর্শনা দ্রুত না দেওয়া হলে, শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব এটিএম রশিদুল আলম প্রামানিক, জেলা সচিব জনাব সুলতান আহমেদ, উপজেলা সভাপতি জনাব নূর মোহাম্মদ মন্ডল, সোসাইটির উপজেলা সচিব এম এরশাদুল হক, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।