, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বগুড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে সরকারি বৃত্তি পরীক্ষার দাবি 

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সমানভাবে অংশ নিতে চায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সিদ্ধান্ত পরিবর্তনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত পরিপত্র বাতিল দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার (২৪ই জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ও কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, স্লোগান দেন শিক্ষকরা। তাদের দাবি, দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। এদিন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলামসহ কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকরা।

 

বক্তারা বলেন, দেশে প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছে।

 

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করে। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্র বাতিল করে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে সরকারি বৃত্তি পরীক্ষার দাবি 

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সমানভাবে অংশ নিতে চায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সিদ্ধান্ত পরিবর্তনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত পরিপত্র বাতিল দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার (২৪ই জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ও কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, স্লোগান দেন শিক্ষকরা। তাদের দাবি, দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। এদিন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলামসহ কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকরা।

 

বক্তারা বলেন, দেশে প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছে।

 

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করে। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্র বাতিল করে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।