বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৪ই জুলাই) সকালে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি কিছু নিয়ম-কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ জুলাই কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপদ রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সহপাঠীরা।