শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাংশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো,আব্দুল মোতালেব, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো,মাসুদ হাসান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো, আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো,দুলাল মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তব্যা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি'র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লীন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে তাকে বহিষ্কার করা হয়। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃস্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।
এ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও আপামর জনগন অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে একটি ভিক্ষোব মিছিল বাঁকাকুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।