
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে রবিবার দুপুরে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম,জেলা বিএনপির সহ-সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বাস – মিনিবাস মালিক সমিতির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সজল দেওয়ান,জেলা কৃষকদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন,সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কাফী,সদর উপজেলা বিএনপির সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস।
সাবেক ছাত্রনেতা মিল্লাত হোসেন, প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা,সাবেক প্রধান শিক্ষক কামরুল হাসান পিটার,রুহুল আমিন,হাফিজার রহমান, অভিভাবক গোলজার হোসেন রকেট,সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম রবিন,আলী হাসান,নুর আলম,ফিরোজ আহম্মেদ,কল্পনা খাতুন,জাহানারা বেগম সহ শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা বলেন, শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বক্তারা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।