
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের পড়ে থাকা তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান (৬০) উপজেলার ফকিরপাড়ায় ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মুজিবর রহমান একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমির খেতে নিয়ে গেলে এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।