
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সমবায় বিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) লালমনিরহাট সদর উপজেলা প্রাঙ্গণে বিকাল ৪টার সময় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, সোনারতরী সমবায় সমিতির সভাপতি নাসিরুদ্দিনসহ লালমনিরহাট সদর উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীগণ। এ সময়ে প্রধান অতিথি মনোনিতা দাস বলেন, “পরিকল্পিত বনায়ন করি”সবুজ বাংলাদেশ গড়ি”