বগুড়া শহরের প্রাণকেন্দ্র পৌর সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে একটি বিল্ডিংয়ের বর্ধিত অংশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে ২ জন পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের কিছু অংশ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ হঠাৎ করে সেটি ধসে পড়ে নিচ দিয়ে হাঁটা দুই পথচারীর ওপর। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবনের মালিকপক্ষ বা পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই অবকাঠামো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ মানুষ।
নিরাপত্তা না থাকলে বিপদ আসবেই দ্রুত ব্যবস্থা নিন!