, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

মহিষাশুড়া সেতুতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল এলাকাবাসী

 

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী-আজগড়া রোডে অবস্থিত মহিষাশুড়া সেতুতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। সেতুটি নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

সেতুর দুই পাশে পাকা সংযোগ না থাকায় যানবাহন সেতুতে উঠতে ও নামতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানের চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। মহিষাশুড়া জামে মসজিদের সামনের ১০০ মিটার এলাকায় রাস্তা এতটাই কর্দমাক্ত ও গর্তযুক্ত যে, চলাচলই দুঃসাধ্য হয়ে পড়েছে।

 

গত বছর স্থানীয় জামায়াত নেতাকর্মীদের উদ্যোগে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই বালুর বস্তাও নেই, রাস্তাটি আগের চেয়ে আরও খারাপ অবস্থায় ফিরে এসেছে। বড় বড় গর্ত এখন পানিতে ভরে থাকে এবং কোনো ধরনের সতর্কতা চিহ্নও নেই।

 

স্থানীয় বাসিন্দা আরব আলী বলেন, “এই রাস্তাটা দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ীরা প্রতিদিন চলাচল করে। একেকদিন একেকজন আহত হয়। কর্তৃপক্ষকে বহুবার বলেও কোনো লাভ হয়নি।”

 

এলাকাবাসী অবিলম্বে মহিষাশুড়া সেতুর দুই পাশে পাকা সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

মহিষাশুড়া সেতুতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল এলাকাবাসী

প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫

 

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী-আজগড়া রোডে অবস্থিত মহিষাশুড়া সেতুতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। সেতুটি নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

 

সেতুর দুই পাশে পাকা সংযোগ না থাকায় যানবাহন সেতুতে উঠতে ও নামতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানের চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। মহিষাশুড়া জামে মসজিদের সামনের ১০০ মিটার এলাকায় রাস্তা এতটাই কর্দমাক্ত ও গর্তযুক্ত যে, চলাচলই দুঃসাধ্য হয়ে পড়েছে।

 

গত বছর স্থানীয় জামায়াত নেতাকর্মীদের উদ্যোগে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই বালুর বস্তাও নেই, রাস্তাটি আগের চেয়ে আরও খারাপ অবস্থায় ফিরে এসেছে। বড় বড় গর্ত এখন পানিতে ভরে থাকে এবং কোনো ধরনের সতর্কতা চিহ্নও নেই।

 

স্থানীয় বাসিন্দা আরব আলী বলেন, “এই রাস্তাটা দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ীরা প্রতিদিন চলাচল করে। একেকদিন একেকজন আহত হয়। কর্তৃপক্ষকে বহুবার বলেও কোনো লাভ হয়নি।”

 

এলাকাবাসী অবিলম্বে মহিষাশুড়া সেতুর দুই পাশে পাকা সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।