বগুড়া ধুনটে আগামী ৫ই আগস্ট জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ধুনট উপজেলার বিএনপি'র উদ্যোগে ৫ই আগস্টের ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল বিজয় মিছিল সফল করার লক্ষ্যে উপজেলার নিমাগাছি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ই আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিমগাছি ইউনিয়ন বিএনপির অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়।
নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজল-এ-খুদা তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা।
নিমাগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, নিমাগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী।
এসময় আরোও উপস্থিত ছিলেন নিমগাছি ইউনিয়ন বিএনপির নেতা বিফলু, মাও. মাহাবুবর, ফজলুল, মোজাহিদুল, শাকিল, স্বপন, মাহাবুব হাবিব, সোজাত, মুরাদ্দুজামান, ফরহাদ,ওয়াদুদ, ওয়াজেদুর, মুরাদ্দুজামান, মিষ্টার আলী,আঃ মালেক, কাজল, ফজলুল হক,শফিকুল, টিটু, আমিনুর, অপু, মনির, বাবু, দোলা, আঃ খালেক, রজিব, সাদেকুল, রাজ্জাক,শাহ আলী, রুবেল, ইকবাল, জিয়া পরিষদের মাহমুদুল,
যুবদলের মোস্তা, তরিকুল, শামীম, দুলাল,রিপন, মিনার, রাজ আহম্মেদ রাজু, স্বেচ্ছাসেবক দলের রুহুল আমিন কিবরিয়া , তরুণ, বিটল, ছাত্রদলের আল আমিন, মেহেদী, সিয়াম, মহিদুল, আজিজুল, উপজেলার ছাত্র দলের নেতা আল-আমিন, কৃষকদলের শফিকুল, মুক্তার, হাসান, শ্রমিক দলের হেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের নেতা মেহেদী হাসান,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।