
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে প্রফেসর ড. আমিনুল হক বৃত্তি ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) উপজেলার আজিরুননেছা উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর অত্র অঞ্চলের ১১ শত /১ম থেকে ৫ম শ্রেণির) শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১১০ জনকে সাধারণ ও ৫৮ জন কে ট্যালেন্টফুলে বৃত্তি প্রদান করা হয়।
জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান ও হাবিল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক রাবি ধান-১ এর উদ্ভাবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডীন ড. আমিনুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ইমরুল কায়েস, হাসিনুর রহমান, রজনীগন্ধা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ কামরুল ইসলাম সহ অত্র অঞ্চলের সুশীল সমাজ ও শিক্ষানুরাগীবৃন্দ। সুশিক্ষা বিস্তারে ড. আমিনুল হক বৃত্তি ফাউন্ডেশন সুদীর্ঘ ১৮ বছর ধরে কাজ করে যাচ্ছে।