এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার বন্যাকবলিত এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, “সরকার যেখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত নেতারা সরকারের সমালোচনা করে বলেন, বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ত্রাণ নিতে আসা একজন বন্যাকবলিত নারী জানান, “বাড়ি-ঘর পানির নিচে, রান্না করারও উপায় নেই। বিএনপির এই সহায়তা পেয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। এদিকে ”অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বন্যা পরবর্তী পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করার দাবিও জানান।