গাজীপুরের প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবীতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ আগস্ট) দুপুর ১২ টায় শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজন মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতো বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক,সহ সভাপতি মাশরেকুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির,সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম,আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তব্য বক্তারা বলেন প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে নির্মল ভাবে হত্যা করা হয়েছে।এতো জড়িতদের দ্রুত বিচার না হলে সাংবাদিকরা আরও কঠর আন্দোলন গড়ে তুলবে।বক্তব্যে বক্তারা আরও বলেন সাংবাদিক কারো কেনা গোলাম নয়,সাংবাদিক স্বাধীন মত মত চলবে।