, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

ধুনটে কাদাযুক্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ


‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

‎বগুড়ার ধুনট উপজেলার পার লক্ষীপুর গ্রামে কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা ও কাদাময় রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী ও পথচারী আহত হচ্ছেন। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া-আসা কমিয়ে দিয়েছে, যা শিক্ষার মানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সবুজ মিয়া জানায়, “কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমাণ কাদা জমেছে। কাদাময় এই পিচ্ছিল রাস্তায় হাঁটার সময় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। একারণে আমরা অনেকেই এখন আর ঠিকমতো স্কুলে যেতে পারছি না। যদি রাস্তাটি ঠিক করা হয়, তাহলে আমরা আবার নিয়মিত স্কুলে যেতে পারব।”

স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, “অনেক জনপ্রতিনিধি রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এতে কৃষকরা ফসল বাজারে নিতে পারছেন না, রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসীই চরম দুর্ভোগে আছেন। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, “পার লক্ষীপুর গ্রামের রাস্তাটি সহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকাকরণ ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

ধুনটে কাদাযুক্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ

প্রকাশের সময় : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫


‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

‎বগুড়ার ধুনট উপজেলার পার লক্ষীপুর গ্রামে কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা ও কাদাময় রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী ও পথচারী আহত হচ্ছেন। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া-আসা কমিয়ে দিয়েছে, যা শিক্ষার মানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সবুজ মিয়া জানায়, “কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমাণ কাদা জমেছে। কাদাময় এই পিচ্ছিল রাস্তায় হাঁটার সময় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। একারণে আমরা অনেকেই এখন আর ঠিকমতো স্কুলে যেতে পারছি না। যদি রাস্তাটি ঠিক করা হয়, তাহলে আমরা আবার নিয়মিত স্কুলে যেতে পারব।”

স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, “অনেক জনপ্রতিনিধি রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এতে কৃষকরা ফসল বাজারে নিতে পারছেন না, রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসীই চরম দুর্ভোগে আছেন। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, “পার লক্ষীপুর গ্রামের রাস্তাটি সহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকাকরণ ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।