
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার পার লক্ষীপুর গ্রামে কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা ও কাদাময় রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী ও পথচারী আহত হচ্ছেন। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া-আসা কমিয়ে দিয়েছে, যা শিক্ষার মানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সবুজ মিয়া জানায়, “কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমাণ কাদা জমেছে। কাদাময় এই পিচ্ছিল রাস্তায় হাঁটার সময় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। একারণে আমরা অনেকেই এখন আর ঠিকমতো স্কুলে যেতে পারছি না। যদি রাস্তাটি ঠিক করা হয়, তাহলে আমরা আবার নিয়মিত স্কুলে যেতে পারব।”
স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, “অনেক জনপ্রতিনিধি রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এতে কৃষকরা ফসল বাজারে নিতে পারছেন না, রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রামবাসীই চরম দুর্ভোগে আছেন। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, “পার লক্ষীপুর গ্রামের রাস্তাটি সহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকাকরণ ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।