সত্য বললে রাজাকার"
👉 এখানে বোঝানো হয়েছে, কেউ যদি অপ্রিয় সত্য বলে, তখন তাকে রাষ্ট্র বা সমাজবিরোধী (রাজাকার) বলে আখ্যায়িত করা হয়, যদিও সে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক বা ন্যায়ের পক্ষে।
"সঠিক উত্তর দিলে স্বৈরাচার"
👉 সত্য বা সঠিক কথাও যদি ক্ষমতার বিরুদ্ধে যায়, তখনই তাকে স্বৈরাচার বা কঠোর শাসনের দায়ে অভিযুক্ত করা হয়।
"অন্যায়ের প্রতিবাদ করলে বেয়াদব"
👉 প্রতিবাদ মানেই আজকাল অশ্রদ্ধা, এটাই বোঝানো হয়েছে। সিনিয়র বা কর্তৃপক্ষের অন্যায়ও যেন মেনে নিতে হবে—প্রতিবাদ করলেই আপনি ‘বেয়াদব’।
"চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ালে মৃত্যুদণ্ড"
👉 সবচেয়ে ভয়াবহ বাস্তবতা: অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো মানেই নিজের জীবন ঝুঁকিতে ফেলা।