
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় বার্মিজ চাকু বহনের অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। গত রোববার (১০ আগস্ট) গভীর রাতে শহরের স্টেশন রোডের ওয়াবদা এলাকা থেকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৬)। তিনি বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই-পশ্চিমপাড়া গ্রামে। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে।
স্টেডিয়াম ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।