এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক রঞ্জু, যিনি দীর্ঘদিন ধরে “মাদক সম্রাট” হিসেবে কুখ্যাতল ছিলেন, অবশেষে গ্রেফতার হয়েছেন।
১১ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সকাল প্রায় ৭টার দিকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল খালেক রঞ্জুর বিরুদ্ধে ১২টি মাদক মামলা এবং একটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এই মামলাগুলোর আসামি হলেও রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় প্রভাব খাটিয়ে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।
ডিবি পুলিশের কর্মকর্তা জানান,“রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। আমরা তার গতিবিধি নজরে রাখছিলাম। আজকের অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। দ্রুত আদালতে তাকে হাজির করা হবে।”
এলাকাবাসীর অভিযোগ, রঞ্জুর প্রভাবে বহু তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। তিনি শুধু নিজে মাদক ব্যবসায় যুক্ত ছিলেন না, বরং একটি বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে মাদক সরবরাহ করতেন। তার ছত্রছায়ায় সক্রিয় ছিল একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠী।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। এক স্থানীয় বাসিন্দা বলেন,
“যে মানুষটির ভয়ে আমরা বছরের পর বছর আতঙ্কে কাটিয়েছি, আজ তাকে হাতকড়া পরতে দেখে মনে হচ্ছে আইন ও ন্যায়বিচার এখনও বেঁচে আছে।”
পুলিশ জানিয়েছে, রঞ্জুর বিরুদ্ধে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তার সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়েও তদন্ত করা হবে। এছাড়াও, এ অভিযানের সূত্র ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য প্রভাবশালীদের শনাক্ত ও গ্রেফতারের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।