
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা থেকে বড়ই তুলি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে পড়ে আছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে এই সড়কটি বর্তমানে যেন এক ‘মৃত্যু ফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ-বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীবাহী যান-এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
১৩ আগস্ট (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার পিচ ও মাটি উঠে গিয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, কর্দমাক্ত হয়ে যায় সড়কটি। ফলে দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে।
বিশেষ করে কয়েকটি স্থানে রাস্তার এমন বেহাল অবস্থা যে, সেখানে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েই যাচ্ছে। স্থানীয়রা বলছেন, দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
নিমগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলেক উদ্দিন মন্ডল বলেন, “বিভিন্ন দপ্তরে বহুবার বলেছি, অভিযোগ দিয়েছি-কিন্তু কোনো কাজ হয়নি। প্রশাসনের যেন কোনো দায় নেই।”
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছে। কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকার ক্ষুব্ধ বাসিন্দা রেজাউল করিম, আব্দুর রাজ্জাক বলেন, “এই রাস্তাটি যেন আমাদের জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে গিয়ে চিন্তায় থাকি, কখন কি হয়ে যায়!”
স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত মৃত্যুঝুঁকির মুখে পড়ে থাকবে।