এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে মহিলা দলের সভানেত্রী রুমা আক্তারের উদ্যোগে ক্রীড়া জার্সি বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড় বিলা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জার্সিগুলো বিতরণ করেন।
রুমা আক্তার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে জার্সিগুলো প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।