মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি :
গৌরীপুর উপজেলার হাসনপুর চৌরাস্তা বাজারে ১০ নং সিধলা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এর দিক নির্দেশনায় তার অনুসারীরা এই দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ইং) বাদ আছর হাসনপুর চৌরাস্তা বাজার ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির বক্তব্যের মাধ্যমে মিলাদ মাহফিলের সূচনা হয়। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম তালুকদার, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল ইমরান, সিধলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার, সিধলা ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ নুরুজ্জামান, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিপন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার, যুগ্ম আহ্বায়ক সাজন আহম্মেদ বুলেট, ১ নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ১০ নং সিধলা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ ফয়সাল তালুকদার।