
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা একটি মামলায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ওয়াহাব (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চালাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে, ধুনট থানা পুলিশের একটি বিশেষ দল সদর ইউনিয়নের ফরিদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২১ ডিসেম্বর ধুনট শহরে বিএনপির একটি বিক্ষোভ মিছিল ও পথসভা চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। ওই হামলায় ককটেল বিস্ফোরণ, ব্যানারে অগ্নিসংযোগ এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার দীর্ঘ ছয় বছর পর, ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে ৮১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মো. ওয়াহাব ওই মামলার অন্যতম অভিযুক্ত।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম অমিত হাসান মাহমুদ জানান, “২০১৮ সালের রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”