
একটু বৃষ্টি হলেই যেনো মাথায় আকাশ ভেঙ্গে পড়ে রহমতপুর গ্রাম বাসীর। কারণ একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রহমতপুর গ্রামের রাস্তা,বসতবাড়ি গুলো। বিগত কয়েক যুগ পাড় হয়ে গেলেও একি চিএ দেখা মিলে রহমতপুর গ্রামে। বছরে ৬টি ঋতু পরির্বতন হলেও পরিবর্তন হয়নিই রহমতপুর গ্রামের প্রায় (৪০০টি) পরিবারের ভাগ্যে।
বছরের পড়ে বছর উপেক্ষা করতে করতে অসহায় হয়ে পড়েছে রহমতপুর গ্রাম বাসি তাই তো (১৫ আগষ্ট) রোজঃ শুক্রবার বেলাঃ ৩ ঘটিকায় মানববন্ধন করেন অসহায় ৪০০টি পরিবার। তাদের দাবি আর কত দিন সজ্জো করতে হবে মানসিক যন্ত্রণা। অল্প একটু বৃষ্টি হলেও রাস্তাঘাট পানি ডুবে যায় কমলমতি শিশুরা ঠিক মতো স্কুল, মাদ্রাসাতে যেতে পারেনা তাদের ভর্বিষত নিয়ে আমরা বেশ চিন্তিত। যানবাহন না আসাতে অসুস্থ রুগীকে নিয়ে হাসপাতালে সঠিক সময়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হচ্ছেনা যার ফলে মৃত্যুর ঝুকি বেড়ে চলেছে।
বক্তরা আরো বলেন বসতবাড়ির ভিতরে পানি উঠায় ঠিক মতো রান্না করে খাওয়া এবং ঘুমানো সম্ভব হচ্ছেনা যার ফলে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই।
এই সময় তারা দাবি করেন অবলম্বে পানি নিষ্কাশন করে রহমতপুর গ্রামের মানুষদের কে একটু শান্তিতে বসবাস করার সুয়োগ করে দেওয়া হোক।
এই সময় উপস্থিত ছিলেন ৪ নং ওর্য়াড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার মোঃ ছানোয়ার শেখ, আরো উপস্থিত ছিলেন ৪ নং ওর্য়াড বিএনপির সাধারণ-সম্পাদক আঃ লতিফ সরকার, শেরপুর উপজেলা সেচ্চাসেবক দলের সভপতি পদ প্রার্থি এবং সাবেক বগুড়া জেলা ছাএদলের সভ-সভাপতি মোঃ এনামুল হক লায়ন।
সমাজসেবক শফিকুল ইসলাম স্বপন, জালাল ডাক্তার, সহ উপস্থিত ছিলেন রহমতপুর গ্রামের সকল গ্রাম বাসি।