
নিজস্ব প্রতিনিধিঃ
অত্যান্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ১০ নং তেকানি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আবদুল হালিম।১০ নং তেকানি ইউনিয়ন পরিষদ উপজেলার প্রত্যাত্ত দুর্গম চর এলাকায় অবস্থিত।জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকা পারাপার হয়ে তিনি অফিস করে আসছেন।সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১০ নং তেকানি ইউনিয়নের প্রশাসক আব্দুল হালিম দীর্ঘ ১০ বছর যাবত একই ইউনিয়নে ন্যায় ও নিষ্টার সহিত দায়িত্ব পালন করে আসছেন।এ ব্যাপারে একাধিক ইউপি সদস্য জানান, আব্দুল হালিম নিয়মিত অফিসে আসেন ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগীরা আব্দুল হালিমের সেবা পেয়ে খুশি আছেন এবং কেউ কোন অভিযোগ করেন নাই।খুদবান্দি নৌকা ঘাটে খোঁজ নিয়ে জানা যায় আব্দুল হালিম প্রতিদিন অফিস করে আসছেন।তিনি কোন কোন সময় ইউনিয়নের প্রশাসকের অনুপস্হিতে দায়িত্ব পালন করে আসছেন।বর্তমানে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ।অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ একজন কৃষি বিভাগের ট্রেইনার।চর এলাকার প্রতি ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আছেন কিন্তু ১০ নং তেকানি ইউনিয়ন পরিষদে কোন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাই।এ ছাড়া ১০ নং তেকানি ইউনিয়ন পরিষদে তিনজন চৌকিদারর নাই। সব মিলিয়ে আব্দুল হালিম নিয়মিত অফিস চালিয়ে আসছেন।আব্দুল হালিমের সেবা পেয়ে ইউনিয়ন বাসী ভীষণ খুশি এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় নাই।