, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

কোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ১৫৮ পড়া হয়েছে

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধের জেরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। তারা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবদুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ফখরুল ইসলাম স্থানীয় বিএনপিকে ধ্বংস করতে জামায়াত ও এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি এস. আলম গ্রুপের পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকার পর জামায়াতের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হন এবং ঢাকায় শত কোটি টাকার ভবন দখল করেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ফখরুল ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিমের নেতৃত্বে ইসমাইল তোতা, সবুজ তোতা, সাব্বির তোতা ও বাহাদুর তোতাসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী চরএলাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে দিনে দুপুরে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। এদের নেতৃত্ব দিচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সেক্রেটারী মাহমুদুর রহমান রিপনসহ বিএনপির নেতাকর্মীরা। এসময় তিনি ব্যারিষ্টার মওদুদ আহমদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভূয়া কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, শিকদার ও রিপনকে দিয়ে চরএলাহী ঘাটে চাঁদাবাজী করেন। চাঁদাবাজির একটা অংশ আবেদের পকেটে চলে যায়। এরা অবৈধ বালু উত্তোলনের সাথেও জড়িত।

এছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কমিটিতে যদি কোন চাঁদাবাজ নেতাকে রাখা হয়, তাহলে জেলা বিএনপির নেতাদের বাড়িঘর ঘেরাও করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতা খুন হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা চলমান রয়েছে। তার ছেলে ইব্রাহিম তোতা আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার সাহাব উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের এ বিরোধে স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

কোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধের জেরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। তারা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবদুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ফখরুল ইসলাম স্থানীয় বিএনপিকে ধ্বংস করতে জামায়াত ও এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি এস. আলম গ্রুপের পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকার পর জামায়াতের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হন এবং ঢাকায় শত কোটি টাকার ভবন দখল করেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ফখরুল ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিমের নেতৃত্বে ইসমাইল তোতা, সবুজ তোতা, সাব্বির তোতা ও বাহাদুর তোতাসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী চরএলাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে দিনে দুপুরে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। এদের নেতৃত্ব দিচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সেক্রেটারী মাহমুদুর রহমান রিপনসহ বিএনপির নেতাকর্মীরা। এসময় তিনি ব্যারিষ্টার মওদুদ আহমদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভূয়া কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, শিকদার ও রিপনকে দিয়ে চরএলাহী ঘাটে চাঁদাবাজী করেন। চাঁদাবাজির একটা অংশ আবেদের পকেটে চলে যায়। এরা অবৈধ বালু উত্তোলনের সাথেও জড়িত।

এছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কমিটিতে যদি কোন চাঁদাবাজ নেতাকে রাখা হয়, তাহলে জেলা বিএনপির নেতাদের বাড়িঘর ঘেরাও করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতা খুন হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা চলমান রয়েছে। তার ছেলে ইব্রাহিম তোতা আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার সাহাব উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের এ বিরোধে স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে।