নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
রাঙ্গুনিয়ায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা নাছির উদ্দীন বাবর এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নঈম উদ্দিন ও মোহাম্মদ আলমগীরকে সংবর্ধনা দিয়েছে কর্ণফুলী ক্রীড়া পরিষদ।
সোমবার (১৭ আগস্ট) রাতে পোমরা গোছরা চৌমুহনীস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত উপদেষ্টা নাছির উদ্দীন বাবর এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা নাজের মাস্টার, আবদুল হালিম মাস্টার, সহ-সভাপতি শহিদুল আলম চৌধুরী লিটন, সহ-সভাপতি শাহাজাহান সিরাজ এনাম, দপ্তর সম্পাদক আবু বক্কর, সহ-দপ্তর সম্পাদক আবদুল মন্নান, সাধারণ সম্পাদক সেলিমুর রহমান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈয়ব।
এছাড়া উপস্থিত ছিলেন সদস্য কাজী জাহেদ, মাসুদ রানা, মুহাম্মদ তৈয়ব, আবদুল মান্নান, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ সোলাইমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক দেলোয়ার হোসাইন।