এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ - এই গুণগুলোই একজন মানুষকে সমাজে সম্মানিত করে। বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এমনই একজন মানুষ, যিনি তাঁর পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিক আচরণ দিয়ে থানার ভেতরে ও বাইরে সকলের শ্রদ্ধা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনগণের অভিযোগ আন্তরিকভাবে শুনে দ্রুত সমাধানে উদ্যোগী হন। থানায় আগত প্রতিটি নাগরিককে তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন, সহানুভূতির সঙ্গে সমস্যার কথা শোনেন, এবং নিজের আচরণে বিনয় বজায় রাখেন। তিনি অর্থের প্রতি লোভহীন ও নীতিনিষ্ঠ এক কর্মকর্তা।
ওসি সাইদুল আলম থানার প্রতিটি পুলিশ সদস্যের কাছেও একজন আদর্শ নেতা। তাঁর নেতৃত্বে থানায় গড়ে উঠেছে শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও সহযোগিতাপূর্ণ পরিবেশ। পুলিশ সদস্যদের জন্য তিনি নিজ উদ্যোগে গোসলখানা ও অফিস কক্ষ নির্মাণ করেছেন, যা তাঁর দায়িত্ববোধের বাস্তব উদাহরণ।
ধর্মভীরু, সত্যনিষ্ঠ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই কর্মকর্তা শুধুমাত্র আইন প্রয়োগ নয়, ন্যায়ের প্রতিষ্ঠাতেও বিশ্বাসী।
এলাকাবাসীর একটাই প্রত্যাশা - ওসি মোঃ সাইদুল আলম যেন ভবিষ্যতেও এমন সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে জনসেবায় অটল থাকেন।